ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে পুকুরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ২১, ২০২১
সিলেটে পুকুরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নামজুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মে) বিকেল ৪টায় দিকে উপজেলার পূর্বলক্ষীপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল ওই গ্রামের হারু মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় নাজমুল। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। স্বজনরা তার বাড়িতে ফিরতে দেরি দেখে পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারের পর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বাংলানিউজকে বলেন, ওই কিশোর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২১, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।