ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের হামলায় দলিল লেখক নেতা আহত, ফাঁকা গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ২২, ২০২১
দুর্বৃত্তের হামলায় দলিল লেখক নেতা আহত, ফাঁকা গুলি দুর্বৃত্তের হামলায় আহত দলিল লেখক রুহুল আমিন সরকার

নাটোর: নাটোরের বাগাতিপাড়া দুর্বৃত্তের হামলায় উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি রুহুল আমিন সরকার (৪৯) আহত হয়েছেন। এ সময় তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয় বলে অভিযোগও উঠেছে।

তবে পুলিশ গুলির বিষয়টি অস্বীকার করেছে।  

শনিবার (২২ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলা সদরের লক্ষণহাটি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  

স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

আহত রুহুল উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, সকালে রুহুল সরকার বাড়ি থেকে তার ছোট ভগ্নিপতি রাসেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জয়ন্তীপুর গ্রামে যাচ্ছিলেন। সেখানে সমিতির আগামী নির্বাচন নিয়ে কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করার কথা ছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল। তারা বাড়ি থেকে বের হয়ে লক্ষণহাটি মোড়ে পৌঁছালে তিন-চার জনের এদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে দু’জনেই রাস্তার ওপর ছিটকে পড়লে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা লোহার রড ও হাতুরি দিয়ে রুহুলকে মারপিট করে। রুহুল চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইতে থাকেন। অপরদিকে, রুহুলের সঙ্গে থাকা রাসেল প্রাণ ভয়ে রুহুলের ছেলেকে তার মোবাইলে ঘটনাটি জানান।

একই সময়ে এলাকাবাসী ঘটনা দেখে ও রুহুলের চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে থাকলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রেবাসে করে সটকে পড়েন। ঘটনার খবর পেয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ,সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মুহসিন ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার প্রত্যক্ষদর্শিদের সঙ্গে কথা বলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাসেল বাংলানিউজকে জানান, টার্নিং নেওয়ার সময় গতি কমালে কোনো কিছু দিয়ে চলন্ত মোটরসাইকেলটিকে কোনো কিছু দিয়ে গুঁতো দেয় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা তিন-চারজন দুর্বৃত্ত। এতে মোটরসাইকেলটি থেকে তারা দু’জনেই ছিটতে রাস্তার ওপর পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তার শ্যালক রুহুলকে  হাতুরি ও লোহার পাইপ দিয়ে মারধর করে। এছাড়া তাদের হাতে বড় ছুরিও ছিল। দুবৃত্তরা তার দিকে তেড়ে আসতে দেখে তিনি দূরে সরে গিয়ে রুহুলের ছেলেকে ফোন করে ঘটনা জানান।

অপর প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ওয়ার্ড সদস্য সিদ্দিকুর রহমান ও জুতা কারিগর (মুচি) বিষ্ণু দাস বাংলানিউজকে জানান, রাস্তার ওপর কয়েকজন মিলে এক জনকে মারধর করছে দেখে তারা এগিয়ে যেতে থাকলে হামলাকারীরা তাদের কাছে থাকা অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় দুবৃর্ত্তরা দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রেবাসে করে চলে যায়।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেননি। তবে প্রাথমিকভাবে অনুসন্ধান করেও গুলিবর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।