ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে ৫ জুয়ারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ২৩, ২০২১
ভুরুঙ্গামারীতে ৫ জুয়ারি আটক ভুরুঙ্গামারীতে ৫ জুয়ারি আটক।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ মে) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের আজহারুল ইসলাম (৩৫), আনিছুর রহমান (৩০), ছাত্তার আলী (৬০), জিয়াউর (৩৫) ও রবিউল ইসলাম (৪৫)।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, রোববার (২৩ মে) ভোররাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ঘটনাস্থল থেকে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারদের নামে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৩, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।