নোয়াখালী: মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ৬৫ দিনের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নির্দেশ অমান্য করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাতে উপজেলার ঢালচর এলাকার পশ্চিম মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- বরিশাল জেলার পাতারহাট উপজেলার হাবিব আওনের ছেলে কালাম আওন, আব্দুল বারেক খার ছেলে মো. বাদল খাঁ, হানিফ তালুকদারের ছেলে বাদশা, কাদের খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ, হোসেন শেখের ছেলে দুলাল শেখ, ইসমাইল হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, রমিজ উদ্দিনের ছেলে মায়েব হোসেন, মাতব্বরের ছেলে মো. হোসেন, মন্নান হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার, রশিদ হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার, হোসেন মুন্সির ছেলে আক্তার মুন্সি, বাবুল শিকদারের ছেলে নোমান শিকদার ও পিন্টু সিকদারের ছেলে মাইদুল শিকদার।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা একরাম উল্যাহ জানান, মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নিয়মিত নদীতে টহল দিচ্ছে নৌ পুলিশ। টহলকালে রোববার রাতে নদীতে মাছ ধরার সময় ১৩ জেলে ও মাঝি-মাল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক আটজনকে এক হাজার টাকা করে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসআই