ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২১
সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু বজ্রপাত। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজাদপুর উপজেলা চিথুলিয়া, দুগলি এবং উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে স্কুলছাত্র নাজমুল (১৫), একই গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫), একই উপজেলার চিথুলিয়া গ্রামের বাসিন্দা শাকেরা খাতুন (৬০) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মোহনা খাতুন (১৭)।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুগলি মাঠে নাজমুল ও হাসেম আলী ধান শুকাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড গর্জনের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

এদিকে একই উপজেলার চিথুলিয়া এলাকায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শাকেরা খাতুন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

অপরদিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে বজ্রপাতে মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।  

পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনা ঘটনার সময় পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল। এসময় বজ্রপাতে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।