ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘‌উদ্ভাবনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
‘‌উদ্ভাবনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে’

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, পরিবেশ দূষণরোধ, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, নদীর পানি দূষণ মুক্তকরণসহ নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় রোবট প্রযুক্তিকে প্রয়োগ করতে হবে। নতুন নতুন উদ্ভাবনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে আগারগাঁওয়ে তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত এক রোবট প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সিঙ্গাপুর শুধু সিসিটিভি ক্যামেরা দিয়ে জনজীবনে শৃঙ্খলা ও অনুশাসন এনেছে। মানুষকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কল্যাণমূলক কাজে লাগাতে হবে। প্রযুক্তির অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও কারিগরি প্রভাব মূল্যায়ন করে এর উদ্ভাবন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে তরুণ উদ্ভাবকরা ৪ প্রকার রোবটের চমৎকার প্রদর্শনী উপস্থাপন করেন। তাদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সম্মানি দেওয়া হয়।

তরুণ উদ্ভাবকরা হলেন- জাইমা যাহিন অয়রা, মিসবাহ উদ্দিন ইনান, জাহেদ হোসাইন নোবেল, ফাহিম জাওয়াদ, সানি জুবায়ের, জান্নাতুল ফেরদৌস ফাবিন, কাজী মোস্তাহিদ লাবিব এবং নাশীতাত জাহিদ রহমান।

বিজ্ঞান জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এসব রোবট অগ্নি দুর্ঘটনার ঝুঁকি রোধ, কালো ধোঁয়া দূষণমুক্তকরণ, কোভিড-১৯ ব্যবস্থাপনা, ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করা, বিষাক্ত পদার্থ অপসারণ, দুর্ঘটনার ঝুঁকি রোধ ইত্যাদি বহুমুখী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।