সিলেট: সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে রুদ্র দত্ত (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকেল ৫টার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল হোটেল নির্ভানা ইন কমপ্লেক্সের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।
রৌদ্র নগরের জিন্দাবাজার পলাশী-৬ বাসার প্রিয় লাল দত্তের ছেলে এবং ১০ম শ্রেণি পড়ুয়া ছাত্র।
হোটেল কর্মী ও রুদ্র’র বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাঁতার না জানায় বন্ধুদের অজ্ঞাতে সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর রুদ্রকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও হোটেলকর্মীরা খোঁজাখুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রুদ্র তার মাকে বলে বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছেলের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ২৫, ২০২১
এনইউ/এএটি