হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলতাফ মিয়া (৩৫) নামে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৬ মে) দুপুর আড়াইটায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ সিলেট থেকে পিকআপ ভ্যানে করে কয়েকশ’ হাঁস নিয়ে হবিগঞ্জে আসছিলেন। পথে দেবপাড়া এলাকায় বগুড়া থেকে সিলেটগামী ইউনাইটেড পরিবহন নামে একটি বাসের সঙ্গে হাঁস নিয়ে আসা পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাঁসের খামারি আলতাফ মিয়া ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মাসুদ মিয়ার ছেলে শামিম মিয়া (২৫) ও গাড়িতে থাকা আরেক যাত্রী আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৬, ২০২১
এনটি