ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দেশি চারা ভিয়েতনামি বলে বিক্রি, নার্সারিকে জরিমানা ৮ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
দেশি চারা ভিয়েতনামি বলে বিক্রি, নার্সারিকে জরিমানা ৮ হাজার ...

পঞ্চগড়: পঞ্চগড়ে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রির দায়ে অন্তরা নার্সারিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

বুধবার (২৬ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানাগেছে, অনলাইনের মাধ্যমে একজন ভোক্তা অন্তরা নার্সারি থেকে নারিকেল গাছের ভিয়েতনামি প্রায় ৫০টি চারা অর্ডার করেন। পরে কুরিয়ারের মাধ্যমে ভোক্তার কাছে চারা পৌঁছালে দেখা যায়, সেগুলো দেশি নারিকেল গাছের চারা।

বিষয়টি উপজেলা কৃষি অফিসে জানালে কৃষি অফিসার ভোক্তা অধিদফতরের স্থানীয় কার্যালয়ে জানান। খবর পেয়ে ব্যারিস্টা বাজার এলাকার অন্তরা নার্সারিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। আর এতে নার্সারির মালিক নেপাল কুমারকে ৮ হাজার টাকা জরিমা করা হয়।

রাতে পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, অন্তরা নার্সারিকে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রির দায়ে এবং ভোক্তাকে প্রতারিত করার অপরাধে প্রশাস‌নিক ব্যবস্থায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও সতর্ক করা হয়। এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা নিরাপদ খাদ্য অফিসার সহযোগিতা করেন।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘন্টা, মে ২৭, ২০২১
সোহাগ হায়দার/ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।