ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ম্বরে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মে ২৭, ২০২১
সাড়ম্বরে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করেছে। গৌতম বুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা।

এ বছর করোনার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুধবার (২৬ মে) দিবসটি উদযাপন করে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বুদ্ধপূজা ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় "শুভ বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্য ও বিশ্বশান্তি শীর্ষক আলোচনা সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন পুরো বিশ্বের কাছে একটি সার্বজনীন দেশ হিসেবে সমাদৃত হয়েছে। এটি শুধু আমরা বলি না, বরং বাংলাদেশের যে সংবিধান, তার মাধ্যমেই এটি বিশ্বব্যাপী সমাদৃত। প্রধানমন্ত্রী নিজে সব ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে কাজ করেছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ শুধু উন্নয়নের রোল মডেল নয়, সমগ্র বিশ্বের কাছে শান্তি-সম্প্রীতি এবং সৌহার্দের রোল মডেলও বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সহ প্রচার সম্পাদক নিপু বড়ুয়া, বুদ্ধানন্দ মহাথের, উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।