খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা (২৬) নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৮) সকালে কারাগারের ভেতরে আইসোলেশন সেন্টারের টয়লেটে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার দিদারুল আলম বাংলানিউজকে জানান, আসামি মিলন সকালে কারাগারের আইসোলেশন সেন্টারের টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও টয়লেট থেকে বের না হওয়ায় অন্য আসামিরা সেখানে গিয়ে টয়লেটের ভেনটিলেটরের রডের সঙ্গে গামছা পেচানো অবস্থায় মিলনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, কারাগারে আসামির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৬ মে খাগড়াছড়ির গুইমারা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় মিলনকে আটক করা হয়। পরের দিন ১৭ মে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে মিলন কারাগারে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ২৮, ২০২১
এডি/আরআইএস