ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি কারাগারে কয়েদির মৃত্যু: দুটি তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ২৯, ২০২১
খাগড়াছড়ি কারাগারে কয়েদির মৃত্যু: দুটি তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুুরা (২৬) নামে এক আসামীর মৃত্যুর ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

একটি খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অপরটি কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে।

দুটি তদন্ত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার মো. সাজ্জাদ হোসেন।
 
খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা ও ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্যের কমিটিতে রাঙ্গামাটির জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমান আহ্বায়ক। অপর দুই সদস্য হলেন, বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. শামিম রেজা। উক্ত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
 
গত শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা কারাগারের টয়লেটের ভেন্টিলেটরের রডে ঝুলন্ত অবস্থায় মিলনের মরদেহ উদ্ধার করা হয়। মিলন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে। ঘটনার পর কারা কর্তৃপক্ষ জানিয়েছেন গলায় গামছা পেচিয়ে মিলন আত্মহত্যা করেছে।

গত ১৬ মে খাগড়াছড়ির গুইমারা থানায় দায়ের করা একটি পর্ণগ্রাফি মামলায় মিলনকে আটক করা হয়। পরের দিন ১৭ মে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে মিলন কারাগারে ছিল।

ওই দিন বিকেলে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার দাহক্রিয়া সম্পন্ন হয়।

আরও পড়ুন >> খাগড়াছড়ি কারাগারে কয়েদির আত্মহত্যা

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২৯, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ