চাঁদপুর: চাঁদপুরে ট্রেনের ধাক্কায় শেখ মেহেদী হাসান রুবেল (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. রাজন খান নামে আরও এক আরোহী।
শনিবার (২৯ মে) দুপুরের দিকে জেলা শহরের ওয়ারলেস মুন্সিবাড়ী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল চাঁদপুর সদর উপজেলার এনায়েত নগর গ্রামের বাচ্চু শেখের ছেলে। তিনি ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। আর আহত রাজন চাঁদপুর শহরের ওয়াবদা গেট এলাকার মো. রোস্তম খানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মোটরসাইকেলে করে চাঁদপুর থেকে এনায়েত নগরের শেখের হাট বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে জেলা শহরের ওয়ারলেস মুন্সিবাড়ী এলাকায় মোটরসাইকেলটি রেলক্রসিং পাড় হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস নামে একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় এবং রাজনের বাম হাত ও বাম পা ভেঙে গুরুতর আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. ফরহাদুল করিম বাংলানিউজকে বলেন, আহত রাজনকে ভর্তি নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসআরএস