ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিসিটিভির ফুটেজে পালানো রিকশাচালকের কাছ থেকে টাকা উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২১
সিসিটিভির ফুটেজে পালানো রিকশাচালকের কাছ থেকে টাকা উদ্ধার

রাজশাহী: রাজশাহীতে সিসিটিভির ফুটেজ দেখে ২ লাখ ৯৪ হাজার টাকার ব্যাগ নিয়ে পালানো ব্যাটারিচালিত এক অটোরিকশাচালককে আটক করতে সক্ষম হয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। তার নাম আনোয়ার হোসেন (৩২)।

বাড়ি মহানগরের রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া রেললাইন এলাকায়।

মহানগরের ডিঙ্গাডোবা এলাকা থেকে সোমবার (৩১ মে) সকালে আনোয়ারকে আটক করে পুলিশ। পরে তার বাড়ি থেকে ২ লাখ ৯৪ হাজার টাকার সেই ব্যাগ উদ্ধার করা হয়।

এরপর দুপুরে আরএমপির অস্থায়ী সদর দপ্তরে প্রেসব্রিফিং করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এ সময় পুলিশ কমিশনার জানান, রোববার (৩০ মে) সকালে মোক্তাদির আহমেদ (৪৯) নামে এক ব্যক্তি আনোয়ারের অটোরিকশায় ওঠেন। মুক্তাদিরের কাছে থাকা ব্যাগে ওই সময় নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ভদ্রা মোড়ে গিয়ে মোক্তাদির বাসের টিকিট কাউন্টারে যান। আর এ সুযোগে অটোরিকশা নিয়ে পালিয়ে যান আনোয়ার। এ ঘটনায় মুক্তাদির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট শহরে লাগানো পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে।

এর মাধ্যমেই আনোয়ারকে শনাক্ত করা যায়। এরপর পুলিশ আনোয়ারকে আটক করে। আনোয়ার শুরুতে ঘটনা অস্বীকার করেন। পরে তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়। এ সময় তিনি অপরাধ স্বীকার করেন।

আটক আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।