সিলেট: ঘন ঘন ভূমিকম্প আতঙ্কে সিলেট নগরের বাসিন্দারা। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভবন হেলে পড়ার ঘটনার পর এবার পুকুরের গার্ডওয়াল ধসে ঝুঁকিতে বহুতল ভবন।
সোমবার (৩১ মে) বিকাল ৩টার দিকে নগরের ৪ নম্বর ওয়ার্ডের জুমদারী মুনিপুরী পাড়ায় পুকুরের গার্ড ওয়ালটি ধসে পড়ে। ওই এলাকায় আরেকটি বহুতল ভবনও ভূমিকম্পে হেলে পড়েছে বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বাংলানিউজকে বলেন, ভূমিকম্পের কারণে দুর্বল হয়ে পড়া সিটি করপোরেশনের মালিকানা পুকুরটির গার্ড ওয়াল ধসে পানিতে পড়ে যায়। এতে পুকুরপাড়ের লাগোয়া তিন তলা একটি ভবন ঝুঁকির মুখে পড়ে। যেহেতু সিলেটে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সে কারণে ভবনের ছয়টি ফ্লাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, গার্ডওয়াল ধসে পড়ার পর নগর কর্তৃপক্ষকে জানালেও তাদের কোনো তৎপরতা দেখায়নি। স্থানীয় কাউন্সিলরকে দিয়ে ফোন দেওয়ালেও ২ ঘণ্টা পর সোমবার বিকাল ৫টার দিকে প্রকৌশলীদের চার জনের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপরও নগর কর্তৃপক্ষ কোনো কার্যক্রম হাতে নেয়নি। পুকুরের পাড় ভেঙে পড়া ঠেকাতে বাসার মালিক নিজ উদ্যোগে বাঁশ দিয়ে আড় দিয়েছেন।
কাউন্সিলর রেজাউল আরো বলেন, বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে ফোন দিলেও সিটি করপোরেশনের লোকজন আসতে অনেক দেরি করেন। যেকোনো দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের আরো বেশি সচেতন থাকার প্রয়োজন মনে করেন তিনি।
স্থানীয়রা বলছেন, প্রায় ১০ বছর আগে গার্ডওয়ালটি করেছিল সিসিক। এর নীচ থেকে ধীরে ধীরে মাটি সরে গেছে। শনিবার দফায় দফায় ভূমিকম্পের কারণে ওয়ালটি দেবে গিয়ে ধসে পড়েছে। নগরে বিভিন্ন ড্রেনে রিটেইনিং ওয়ালের কাজ চললেও পুকুরের গার্ড ওয়ালটি সংস্কারে আরো আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। মূলত; সিসিকের মনিটরিংয়ের অভাবে এমনটি হয়েছে। এ জন্য নগর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করেন স্থানীয় বাসিন্দারা।
তবে সোমবার বিকেলে সিসিকের ঘটনাস্থল পরিদর্শন করা প্রকৌশলী দলের মতে, গত দুদিনের ভূমিকম্পের ফলে নাকি সোমবারের প্রবল বর্ষণের কারণে গার্ড ওয়ালটি ধসে পড়েছে তা এখনই বলা যাচ্ছে না। মঙ্গলবার সকালে সিসিকের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবারো ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা রয়েছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ১, ২০২১
এনইউ/কেএআর