নওগাঁ: করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের পর এবার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অন্যান্য উপজেলায়ও কঠোর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী সাতদিন এ ‘লকডাউন’ বহাল থাকবে। এ বিষয়ে ১৫টি বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২ জুন) দুপুর ২টার দিকে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর রশিদ প্রেস ব্রিফিং-এ এ সিদ্ধান্তের কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ডিসি জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে সদর উপজেলার পৌর এলাকায় সাতদিনের সর্বাত্মক ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে নিয়ামতপুর উপজেলাকেও সর্বাত্মক ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেয় কমিটি।
তিনি আরও জানান, ‘লকডাউন’ ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিষেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে করোনা সংক্রমণ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিনের পূর্ণাঙ্গ ‘লকডাউন’ ঘোষণা করা হয়। পরিস্থিতি একই রকম থাকায় আবার ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২, ২০২১
এসআই