ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন এক কর্মকর্তার ফোন নম্বর ‘স্পুফ’ করে বিভিন্ন সরকারি দপ্তরে কল করে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে বাপ্পী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) দিবাগত রাতে রংপুরের আলমনগর খামার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, একদল প্রতারক পুলিশের সিনিয়র অফিসারের সরকারি মোবাইল নম্বর স্পুফ করে দেশের বিভিন্ন সরকারি অফিসে কল করে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন নির্দেশনা দিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টির সত্যতা যাচাই করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রযুক্তি ব্যবহার করে জানা যায়, ওই ফোন নম্বরগুলো স্পুফ নম্বর। ‘মোবাইল ডায়ালার’ অ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটি করা হয়েছে রংপুর কোতোয়ালি থানাধীন আলমনগর এলাকা থেকে।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ওরফে বাপ্পীকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ফোনে মোবাইল ডায়ালার অ্যাপ লগ ইন অবস্থায় পাওয়া যায়।
গ্রেফতার বাপ্পীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এডিসি নাজমুল ইসলাম জানান, তিনি এই অ্যাপ ব্যবহার করে সরকারি অফিসারদের মোবাইল নম্বর স্পুফ করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা মডেল থানার একটি মামলা (নং- ২) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ০২, ২০২১
পিএম/এমজেএফ