ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. শামস (২২), সৌরভ (১৮) ও প্রান্ত (২০)।
আহত শামস বাংলানিউজকে বলেন, ১০-১৫ জন বন্ধু মিলে সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিচ্ছিলাম। তখন ১৫-২০ জন যুবক এসে আমাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এতে বাধা দিলে তারা তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে অন্যরা বাধা দিলে তাদের ওপরও আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এতে তারা ৩ জন আহত হন। দুর্বৃত্তদের সঙ্গে তাদের কোনো পরিচয় কিংবা আগের কোনো বিরোধ নেই। ছিনতাইয়ের জন্যই তারা এ ঘটনা ঘটিয়েছে। তবে তাদের দেখলে চিনতে পারবে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি। আহত শামসের বাম হাতে, পিঠের নিচে আর সৌরভের পিঠের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সৌরভের অবস্থা গুরুতর। তবে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরে বলা যাবে কী কারণে এ ঘটনা ঘটেছে।
আহতদের সঙ্গে থাকা বন্ধুরা জানান, শামস পরিবারের সঙ্গে সোহরাওয়ার্দী হাসপাতালের নার্স কোয়ার্টারে থাকেন। তিনি ঢাকা কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর সৌরভ পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে থাকেন। তিনি মোহাম্মদপুরের একটি স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন। এদিকে আহত প্রান্তকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সৌরভের মা শামছুন্নাহার। তিনি বাংলানিউজকে বলেন, সৌরভ এসএসএসি পাস করেছে। বর্তমানে তার বাবা দ্বীন ইসলামের সঙ্গে মোহাম্মদপুরে ব্যবসা করে। বিকেলে বাসায় এসে বন্ধুদের ডাকে বাইরে যায়। তারপর সৌরভের আহত হওয়ার সংবাদ পাই।
সৌরভের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামে। বর্তমানে তিনি মোহাম্মপুর শেরশাহসুরি রোডে থাকেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বাংলানিউজকে জানান, ফেসবুকের পরিচয় সূত্র ধরে ধানমন্ডি লেকে কয়েকজনের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে আমরা জানতে পেরেছি দুইজন আহত হয়েছেন। এটি কোনো ছিনতাইকারীর ঘটনা নয়, তবুও আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এজেডএস/এনটি