সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ২২ দরিদ্র পরিবারকে আধুনিকমানের পাকা ঘর দিচ্ছে জেলা পরিষদ। বাড়ির জায়গা থাকলেও ঘর নেই, এমন পরিবারকেই এসব ঘর দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ জুন) বেলকুচি উপজেলার দৌলতপুর, মেঘুল্লা ও শাহপুর এলাকায় এসব ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কামরুন নাহার, প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, ভারপ্রাপ্ত প্রকৌশলী সৌরভ কুমার সাহা, হিসাবরক্ষক সুরজিৎ কুমার মজুমদার, উচ্চমান সহকারী সেলিনা খাতুন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, দেলখোশ প্রামাণিক, বীর মক্তিযোদ্ধা আব্দুল মালেক, অধ্যক্ষ মাসুদ রানা, মাওলানা মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর লতিফ বিশ্বাস বাংলানিউজকে জানান, যাদের বাড়ি করার সামান্য পরিমাণ জায়গা আছে কিন্তু ঘর তৈরির মতো সামর্থ্য নেই। সেইসব হতদরিদ্র পরিবারের জন্য সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করা হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট ঘরগুলোতে রান্না ঘর ও পানির ব্যবস্থাসহ বাথরুম থাকবে। এক মাসের মধ্যেই ঘরগুলো নির্মাণ করে উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৪, ২০২১
আরএ