ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৪, ২০২১
নাগেশ্বরীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডোবায় কচুরিপানা তুলতে গিয়ে মোস্তাকিন আহমেদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মোস্তাকিন কেদার ইউনিয়নের দৌলতের গ্রাম মেকারটারী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

শুক্রবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের সবেদের মোড় দৌলতের গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় গ্রাম পুলিশ ও শিশুটির চাচা সাইদুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু মোস্তাকিনের বড় বোন মৌসুমী (৭) তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি ডোবায় হাঁসের বাচ্চার খাবারের জন্য কচুরিপানা সংগ্রহ করতে যায়। মৌসুমী তার ভাইকে ডোবাটির পাশে বসিয়ে রেখে কচুরিপানা সংগ্রহে নিচে নামলে তার অজান্তেই শিশুটি পানিতে পড়ে যায়।

পরে সে ছোটভাইকে সেখানে দেখতে না পেয়ে বাড়ি ফিরে তার মায়ের কাছে জানতে চাইলে শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পরিবারের সদস্যরাসহ প্রতিবেশিরা ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।