ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

করোনায় কর্মহীন যুবকদের ভাতা দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৫, ২০২১
করোনায় কর্মহীন যুবকদের ভাতা  দেওয়ার দাবি

ঢাকা: প্রস্তাবিত বাজেটে করোনায় কর্মহীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, বেকার যুবকদের ডাটাবেজ তৈরি করে কর্মসংস্থান ও বেকার ভাতা দেওয়া, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় যুব জোট এবং জাসদ বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন। সমাবেশ পরিচালনা করেন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী।

এসময় বক্তব্য দেন- জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, প্রকৌশলী হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, জাসদ ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শামীম, সহ-সভাপতি মাসুদ আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগ-বিলাস, অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করতে হবে। করোনায় কর্মহীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। বেকার যুবকদের কাজ অথবা বেকার ভাতা দিতে হবে। দেশে-বিদেশে চাকরিপ্রার্থী যুবকদের হাতে কলমে প্রশিক্ষণ ও ব্যাংকিং সহায়তা দিতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সমন্বিত অনলাইন-অনসাইট শিক্ষাকার্যক্রম চালু করতে হবে। শিক্ষার স্বাভাবিক কার্যক্রম শুরুর লক্ষ্যে জরুরিভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড ভ্যাক্সিন দিতে হবে। বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে। শিক্ষাখাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৫, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।