ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিলমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২১
চিলমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আরিফুল উপজেলার রমনা ইউনিয়নের পূর্ব সরকার পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।



শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে রমনা ইউনিয়নের পূর্ব সরকারপাড়া গ্রামের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশু আরিফুল তার সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পানিতে গোসল করতে নামে। পুকুর পাড়ের কম পানিতে গোসল করতে করতে অসাবধানতাবশত সাঁতার না জানা শিশু আরিফুল পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা তার চাচাতো ভাই আরিফুলকে পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করলে খুঁজতে বের হয়। পরে পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আরিফুলের নিথর দেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগার আলী সরকার পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।