ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ৭, ২০২১
রাজশাহীতে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৪

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।  

নিহত চারজন হলো- মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), পরশ আলী (১০) ও সোহান আলী (১০)।

এছাড়া আহত হয়েছেন আরও একজন। আহতের নাম ভুট্টু (২০)। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজশাহীর চারঘাট উপজেলার স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম এবং মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী।

এছাড়াও আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হসপাতালে নেওয়ার পর জনি প্রামাণিকের ছেলে পরশ আলী (১০) মারা যান। বর্তমানে চিকিৎসাধীন আছেন একই গ্রামের উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী ( ২০)।

এদিকে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন থেকে নিহতদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।  

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজশাহীর কাটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ০৭, ২০২১/আপডেট: ১৮১২ ঘণ্টা
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।