ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়া সুগার মিল: দিনব্যাপী জিজ্ঞাসাবাদ সন্দেহভাজনদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ৭, ২০২১
কুষ্টিয়া সুগার মিল: দিনব্যাপী জিজ্ঞাসাবাদ সন্দেহভাজনদের ...

কুষ্টিয়া: কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাওয়ের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত ৫ জুন গঠিত শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত দল রোববার (০৬ জুন) রাতে কুষ্টিয়া চিনিকলে পৌঁছায়।

সোমবার (০৭ জুন) সকাল থেকেই তদন্ত দল তাদের কার্যক্রম শুরু করেছে।

চিনি উধাওয়ের ঘটনায় কারো সম্পৃক্ততা রয়েছে কিনা এমন সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বক্তব্য নেওয়া হয়।
সোমবার দিনব্যাপী তদন্তে বিকেল পর্যন্ত প্রায় ১০ জনের বক্তব্য নিয়েছে তদন্তকারী দল। তবে দীর্ঘ সময় ধরে চলা তদন্তে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে কিনা তা জানা যায়নি।

কমিটির প্রধান শিবনাথ রায় জানান, তদন্তের স্বার্থে কোনো কিছুই প্রকাশ করা যাচ্ছে না।

তদন্ত কমিটির ৫ সদস্য ছাড়াও এসময় কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, কুষ্টিয়া সুগার মিলে ১২১ টন চিনি মজুদ ছিল। গত বৃহস্পতিবার চিনিকলের গুদামে হিসাব মেলাতে গেলে প্রায় ৫৩ টন চিনি উধাওয়ের ঘটনা নজরে আসে। এ ঘটনায় তাৎক্ষণিক স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়। গঠন করা হয় দুটি তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।