ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ১০, ২০২১
উত্তরায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় নুসরাত জাহান নাদিরা (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী কাউসার আহমেদ একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত।

বুধবার (৯ জুন) বিকেলে ১২ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম জানান, নুসরাত স্বামী-সন্তান নিয়ে পঞ্চম তলায় ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার স্বামী নারায়ণগঞ্জে একটি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা। ঘটনার সময় তিনি অফিসে ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে নুসরাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ মরদেহ শায়িত অবস্থায় পেয়েছে। মৃত নারীর গলায় দাগ দেখা গিয়েছে। বিস্তারিত তদন্তের পরে বলা যাবে।

এদিকে উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী আবুল কালাম জানান, জানা গেছে নুসরাত ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জুন ১০, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।