ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ১০, ২০২১
সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

সাতক্ষীরা: সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে ৫ জুন থেকে চলমান সপ্তাহব্যাপী লকডাউনের সঙ্গে যুক্ত হবে আরও একসপ্তাহ।

এদিকে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় লকডাউনের মধ্যেও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ৫০টি মামলায় ৩২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা ৫০ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন।

তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের রুপবান বিবি (৫৫), আখড়াখোলা আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫), ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের রুহুল কুদ্দুস (৫৫) ও শহরের মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৫)।

এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৯ জন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। যা চলবে আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত। তিনি জেলাবাসীকে লকডাউনের সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।