রাবি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ওমর ফারুকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ফারুক রাবির ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন ফারুক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত বাংলানিউজকে করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
এসআরএস