ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ৬ ইমো হ্যাকার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১১, ২০২১
লালপুরে ৬ ইমো হ্যাকার আটক আটক ছয়জন

নাটোর: নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছয়জন ইমো হ্যাকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।  

শুক্রবার (১১ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

 

আটকরা হলেন- লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. শুভ (২০), সামাদ মণ্ডলের ছেলে মো. আব্দুল আল-মামুন (২৫), নাগশোষা গ্রামের স্বপন সরকারের ছেলে শোভন কুমার (২৩), মৃত জুঁ সরদারের ছেলে রুবেল হোসেন (২২), রামকৃঞ্চপুর গ্রামের আশরাফ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) ও মো. রুবেল (২৮)।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটকরা সংঘবদ্ধ হ্যাকিং চক্র। তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিত জনদের কাছ থেকে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সাভির্সের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে জেলার লালপুর উপজেলার মোহরকয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে আটক করা হয়। একইসঙ্গে হ্যাকিংয়ের ব্যবহৃত ১১টি মোবাইল, ২৫টি সিমকার্ড, চারটি মেমোরি কার্ড, তিনটি মোবাইল চার্জার, তিন পিস ইয়াবাসহ উপকরণ ও নগদ কিছু টাকা জব্দ করা হয়েছে।  

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো.সানরিয়া চৌধুরী বাংলানিউজকে জানান, আটক ছয় আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।