ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে জরিমানা প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আচরণবিধি ভঙ্গ করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১২ জুন) রাতে নির্ধারিত সময়ের পরেও অসংখ্য লোকজন নিয়ে বৈঠক করায় উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি না মেনে কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেন অসংখ্য লোকজন নিয়ে উঠান বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে যায়। এ সময় অসংখ্য লোকজন জড়ো করে বৈঠক করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বিকেলে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শিকদারের সমর্থক আলামিয়া শিকদারের বাড়িতে ভোজের আয়োজন করে লোকজন জড়ো করার অপরাধে ওই সমর্থককেও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনে কেউই আচরণবিধি ভঙ্গ করতে পারবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেতে হবে।

তিনি আরো বলেন, শনিবার বিকেল এবং রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে আচরণবিধি ভঙ্গের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।