ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ১৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
সিলেটে ১৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিলেট: পলাতক থাকার ১৪ বছর পর অবশেষে গ্রেফতার হলেন জিয়াউর রহমান নামে এক ধর্ষণ মামলার আসামি।

সোমবার (১৪ জুন) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।



গ্রেফতারকৃত জিয়াউর রহমান সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৬ সালের একটি ধর্ষণের মামলার আসামি জিয়াউর রহমান। তিনি ঘরের কাজের মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) রুমেন আহমদ ও এএসআই রতন মিয়ার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ধর্ষণের ওই ঘটনায় ভিকটিমের ঘরে ঔরষজাত একটি ছেলে সন্তানও রয়েছে। বর্তমানে ছেলেটির বয়স ১৩ বছন। ভিকটিম সন্তানসহ গোলাপগঞ্জে বিয়ে হয়েছে বলেও জানান ওসি। গ্রেফতার জিয়াউর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।