ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জ শহরে আর গুনতে হবে না দ্বিগুণ ভাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
হবিগঞ্জ শহরে আর গুনতে হবে না দ্বিগুণ ভাড়া

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য ব্যাটারি চালিত ইজিবাইকের শ্রমিকদের জানিয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এরপর কোনো চালক অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

রোববার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইকে এ প্রচারণা করা হয়। সোমবার (১৪ জুন) থেকে ঘোষণা কার্যকর হবে।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) চালকদের পূর্বের ভাড়ায় ফিরে যেতে বলা হয়েছে। সোমবার থেকে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চালক ও যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশে লকডাউন শুরুর পর থেকেই হবিগঞ্জ শহরে ইজিবাইকের ভাড়া ৫ টাকার স্থলে ১০ টাকায় উন্নীত করা হয়েছিল। দীর্ঘ প্রায় এক বছর পর শহরটিতে ইজিবাইকের ভাড়া পূর্বের অংকে ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।