ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসআরএফের সভাপতি তপন, সাধারণ সম্পাদক মাসউদুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০২১
বিএসআরএফের সভাপতি তপন, সাধারণ সম্পাদক মাসউদুল

ঢাকা: সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ) ও সাধারণ সম্পাদক মাসউদুল হক (ইউএনবি)।

রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে ২০২১-২০২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

২০২১-২০২২ মেয়াদের কমিটিতে তপন বিশ্বাস ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৬১ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরছালীন বাবলা (চ্যানেল আই)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসউদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আরীফ হোসেন (এটিএন নিউজ)।

বিএসআরএফের ১৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫২ জন। এর মধ্যে একটি ব্যালট পেপার বাতিল হয়ে যায়। কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাওহিদুল ইসলাম (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম (জাগরণ), সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন (ভোরের ডাক), অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি), দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক (রেডিও টুডে) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহরাম খান (কালের কণ্ঠ)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- জাগো নিউজের ইসমাইল হোসাইন রাসেল, ইত্তেফাকের এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), মাইটিভির মাইনুল হোসেন পিন্নু, বার্তা২৪-এর শাহজাহান মোল্লা, ইন্ডিপেরডেন্ট টিভির হাসিফ মাহমুদ শাহ, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন (রাকিব), আমার সংবাদের মো. বেলাল হোসেন ও যমুনা টিভির মো. রুবায়েত হাসান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।