ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে মাস্ক না পরায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
কালাইয়ে মাস্ক না পরায় জরিমানা ...

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় মাস্ক না পরায় নয় জনকে দুই হাজার ২২২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ জুন)  বিকেলে করোনা ভাইরাস মোকাবেলায় এ জরিমানা আদায় করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক  টুকটুক তালুকদার।

বিচারক টুকটুক তালুকদার জানান, করোনা সংক্রম‌ণের দ্বিতীয় ঢেউ মোকা‌বিলায় মন্ত্রি প‌রিষদ বিভাগের 'মাস্ক পরা বাধ্যতামূলক' কর্মসূ‌চির অংশ হি‌সেবে কালাই বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে পুরো উপজেলায়  নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান ইউএনও টুকটুক তালুকদার।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।