জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় মাস্ক না পরায় নয় জনকে দুই হাজার ২২২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ জুন) বিকেলে করোনা ভাইরাস মোকাবেলায় এ জরিমানা আদায় করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক টুকটুক তালুকদার।
বিচারক টুকটুক তালুকদার জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মন্ত্রি পরিষদ বিভাগের 'মাস্ক পরা বাধ্যতামূলক' কর্মসূচির অংশ হিসেবে কালাই বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে পুরো উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান ইউএনও টুকটুক তালুকদার।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
কেএআর