ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে এক নারীর কাছে থাকা একটি বিড়ালের মালিকানা দাবি করেন মনিরা নামে অপর এক নারী। এ বিষয়ে মনিরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (১৬ জুন) বিকেলে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর শাজাহানপুরের বাসিন্দা মনিরা নামের এক নারী গত দু’দিন আগে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার একটি বিড়াল পল্লবীর ডিওএসএইচ এলাকার বাসিন্দা এক নারীর কাছে আছে। কিন্তু ওই নারী বিড়ালটি তাকে দিতে চাচ্ছেন না।
এসআই আরও জানান, এই বিষয়টি নিয়ে বুধবার আমি ডিওএসএইচ এলাকায় গিয়েছিলাম। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। তবে এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ডিওএসএইচ পরিষদসহ দুই নারীকে নিয়ে একটা সিদ্ধান্তের জন্য বসা হবে। সিদ্ধান্তর পরে বলা যাবে বিড়ালটি কার কাছে থাকবে।
এক প্রশ্নের জবাবে এসআই আরও জানান, মনিরা দাবি করেন পূর্ব পরিচিত ওই মহিলাকে তিনি অনেক আগে বিড়ালটি পালতে দিয়েছিলেন। এখন বিড়ালটি ফেরত চাইলে ডিওএইচএসের বাসিন্দা ওই মহিলা বিড়ালটি দিতে চাচ্ছেন না।
বৃহস্পতিবার একসঙ্গে বসার পর বিষয়টি ফয়সালা হতে পারে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এজেডএস/এমআরএ