ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা: গত বুধবার (১৬ জুন) ‘‘নাজিরপুরের ইউএনও অফিসের সি.এ’র  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’’ শিরোনামে বাংলানিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত মো. রুহুল আমিন।

রুহুল আমিন পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সি এ হিসেবে কর্মরত।

তার প্রতিবাদলিপি হুবুহু তুলে ধরা হলো: 
গত ১৬/০৬/২০২১ খ্রিস্টাব্দ বাংলানিউজ ২৪ পত্রিকায় আমার বিরুদ্ধে যে খবর প্রকাশিত হয়েছে, সে প্রসঙ্গে আমার বক্তব্য হলো: আনীত প্রতিটি অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সরকারি অর্থ ব্যয়ের যথাযথ তথ্য অফিসে সংরক্ষিত আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের বরাদ্দকৃত সকল অর্থ বরাদ্দ মোতাবেক সংশ্লিষ্ট সকলকে বিতরণপূর্বক মাস্টাররোল সংরক্ষিত আছে এবং বিধি মোতাবেক সকল অর্থ ব্যয় করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।  


মো: রুহুল আমিন
সিএ
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
নাজিরপুর, পিরোজপুর।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।