ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বিএফডিসি’র অভিযান, ডিমওয়ালা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ১৮, ২০২১
রাঙামাটিতে বিএফডিসি’র অভিযান, ডিমওয়ালা মাছ জব্দ

রাঙামাটি: রাঙামাটি শহরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ডিমওয়ালা বড় আকারের কাতল ও বোয়াল মাছ জব্দ করেছে।  

শুক্রবার (১৮ জুন) সকালে রিজার্ভবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিমওয়ালা একটি ২০ কেজি ও একটি ১৮ কেজি ওজনের কাতল মাছ এবং ৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ গুলো বিএফডিসি অফিস প্রাঙ্গনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফিডিসি) রাঙামাটি অঞ্চলের ম্যানেজার (কমান্ডার, নৌবাহিনী) তৌহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন বন্ধ রয়েছে। বন্ধকালীন সময়ে যারা অবৈধভাবে মাছ আহরণ ও বিপণন করবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

কাপ্তাই হ্রদের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণরোধে বিএফডিসি কর্তৃক মনিটরিং ব্যবস্থাপনা জোরদার করা হলেও কিছু অসচেতন জেলে ও অসাধু মৎস্য ব্যবসায়ীদের কারণে মৎস্য পাচার রোধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা। হ্রদের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত কাম্য বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৮১০  ঘণ্টা, জুন ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।