ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্টি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা ৬৫ হাজার টাকা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
পার্টি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা ৬৫ হাজার টাকা

মৌলভীবাজার: দেশব্যাপী করোনাকালীন সরকারি স্বাস্থ্যবিধি  অমান্য করে রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

শুক্রবার (১৮ জুন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য বিষয়ক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদরে সেন্ট্রাল রোড এলাকার ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজকপক্ষকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আসমা উল হুসনা ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।