ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিল থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২১
চাঁদপুরে বিল থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর এলাকার একটি বিল থেকে মো. মজিবুর রহমান মজু খাঁ (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত ৯টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মজিবুর রহমান মজু খাঁ চান্দ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মধ্য বাখরপুর গ্রামে চা-মুদি দোকানের ব্যবসা করতেন।  

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, মজিবুর রহমান মজু খাঁ মঙ্গলবার বিকেলে এলাকার বিলের ভেতর মাছ ধরার চাঁই পাতার জন্য গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্ত্রীসহ স্বজনরা খুঁজতে সেই বিলের মধ্যে যান। গিয়ে দেখেন গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে রয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারছেন না। তবে তাদের ধারণা শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে।

ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীকে জানালে তিনি চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে রাত ৯টার দিকে চেয়ারম্যান ও থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়াসহ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। গলাকাটা মরদেহটি উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।