কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
বুধবার (২৩ জুন) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় ৩০০ ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
দুপুরে রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বিদ্যানন্দ ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, রাজারহাট শুভসংঘের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম, কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী।
এর আগে কুড়িগ্রাম সদর উপজেলা হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, ইউপি চেয়ারম্যান উমর ফারুখ, জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কুড়িগ্রাম সরকারি কলেজ শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
শুভসংঘের ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি ডাল ও এক লিটার সোয়াবিন তেল।
কুড়িগ্রাম জেলায় বুধবার ও বৃহস্পতিবার ১১টি স্থানে ত্রাণ সহায়তা দিচ্ছে শুভসংঘ। প্রত্যেকটি স্থানে ৩০০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এএটি