ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ ড্রেজার পুড়িয়ে দিল গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ ড্রেজার পুড়িয়ে দিল গ্রামবাসী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি ড্রেজার পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার (২৫ জুন) বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন কয়েকটি গ্রামের কয়েকশ’ জনতা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।

এর আগে স্থানীয় প্রভাবশালী মহল এসব ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। প্রভাবশালী মহলের ভয়ে এতদিন কিছু না বললেও শুক্রবার গ্রামবাসীরা একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়।

জানা যায়, উপজেলার প্রভাকরদী, ব্রাহ্মণদী ব্রহ্মপুত্র নদ এলাকায় এ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে প্রভাকরদী গ্রাম, মনোহরদী, বালিয়াপাড়া বাজারসহ কয়েকটি গ্রামের নদীর পাড় ভাঙতে শুরু হয়। এতেই ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা আগুন দিয়ে ড্রেজারগুলো পুড়িয়ে দেয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।