ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেশি বাংলাবাজার ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০২১
বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেশি বাংলাবাজার ঘাটে বাংলাবাজার ঘাট। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আগামী বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন হাজার হাজার যাত্রী।

 

সোমবার (২৮ জুন) সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ঘরমুখো যাত্রা রয়েছে শিবচরের বাংলাবাজার ফেরি ঘাটে। বাস বন্ধ থাকায় বাড়ি ফিরতে পথে বার বার গাড়ি পরিবর্তন করে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। তার পরও বাড়ি ফেরার এ যাত্রায় কমতি নেই মানুষের।  

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে ফেরিতে। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতেই যাত্রীদের চাপে যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। এদিন সকাল থেকে ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ ছিল না। তবে বাংলাবাজার ঘাটে পণ্যবাহী ট্রাক আর ব্যক্তিগত যানবাহনের ভিড় দেখা গেছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল স্বাভাবিক থাকায় নৌরুটে কোনো ভোগান্তি নেই। বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ নেই। সকাল থেকে পণ্যবাহী ট্রাক অগ্রাধিকারের ভিত্তিতে পার করা হচ্ছে। শিমুলিয়া থেকে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে।  

এদিকে, শিমুলিয়া থেকে আসা যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে তিন চাকার যানবাহন (থ্রি-হুইলার), মোটরসাইকেলে বাড়ি ফিরছেন। গণপরিবহন বন্ধ থাকায় এসমস্ত যানবাহনে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এছাড়া লকডাউনে মহাসড়কে বাধা থাকায় থ্রি হুইলারগুলো গ্রামীণ বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যাচ্ছে। চালকদের দাবি, বিকল্প সড়ক হয়ে চলাচল করায় দূরত্ব বেড়ে যাচ্ছে, তেলের খরচ বেশি হচ্ছে। যে কারণে ভাড়া একটু বেশি নিতে হচ্ছে।

ইয়াকুব ফকির নামে শরিয়তপুরের এক যাত্রী বাংলানিউজকে বলেন, লকডাউনে ফেরি যদি বন্ধ হয়, তাহলে বাড়ি ফিরবো কীভাবে? তাই আজই চলে এসেছি। ঘাট থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছি। তবে ভাড়া বেশি দিতে হচ্ছে।

রেজাউল করিম নামে আরেক যাত্রী বলেন, বাড়ি ফিরতে বার বার গাড়ি পরিবর্তন করতে হচ্ছে। ভাড়াও বেশি। কঠোর লকডাউন ঘোষণায় পথে পথে দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। সোমবার সকাল থেকে শিমুলিয়া থেকে আসা ফেরিতে যাত্রীদের চাপ বেশি রয়েছে। তবে ঢাকামুখী কোনো চাপ নেই ঘাটে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।