ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভিন্ন আয়োজনে নারী উদ্যেক্তা ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২১
ভিন্ন আয়োজনে নারী উদ্যেক্তা ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ভিন্ন আয়োজনে নারী উদ্যেক্তা ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা: ‘গাছ লাগান প্রজন্ম বাচাঁন’ এই স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো নারী উদ্যেক্তা ফোরাম।  

সোমবার (২৮ জুন) ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চল্লিশ হাজার এফকমার্স উদ্যেক্তাদের ফেসবুক ভিত্তিক ফোরাম ‘নারী উদ্যেক্তা ফোরামের’ সভাপতি রাফিয়া আক্তারের নেতৃত্বে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় অবস্থানরত ফোরামের সদস্যরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।  

ঢাকা, কুমিল্লা, গাজীপুর ভৈরবের বিভিন্ন স্থানে আম, পেয়ারা, লেবু, গন্ধরাজ, টগর, বেলি, মরিচ সহ বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগানো হয়। এই কর্মসূচি ২১ জুন শুরু হয়ে শেষ হয় ২৭ জুন। সপ্তাহব্যাপী ভিন্ন ধরনের এই আয়োজনে প্রায় ৫০০ এর ওপর বৃক্ষ লাগানো হয়।  

এফকমার্স উদ্যেক্তাদের জন্য ব্যতিক্রমধর্মী এই আয়োজন প্রসঙ্গে রাফিয়া আক্তার বলেন, আগামী প্রজন্মের জন্যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সবুজায়ন এবং গাছপালার অভাবে আমাদের পরিবেশ দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। যা আমাদের আগামী প্রজন্মের জন্য খুবই দুঃখজনক। এই বিষয়টি মাথায় রেখে এবং করোনার বিষয়টি মাথায় রেখে আমরা সদস্যরা সামাজিক দুরত্বে থেকে দেশ এবং শহরের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে নিজ নিজ দায়িত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সদস্যরা যার যার বাড়ির আশেপাশে, আঙিনা, ছাদ, বারান্দাসহ বিভিন্নস্থানে গাছ লাগিয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন। সামনে এই আয়োজন আরও বড় পরিসরে করার ইচ্ছা আমাদের আছে।

রাফিয়া আক্তার বলেন, বৃক্ষরোপণ ছাড়াও শীতকালীন বস্ত্র বিতরণ সহ সামজিক উন্নয়নেও কাজ করছে নারী উদ্যোক্তা ফোরাম। এখন বর্ষার মৌসুম, গাছ লাগানোর জন্য এটা খুবই উপযুক্ত একটি সময় আর আমরা এই সুযোগ কাজে লাগানোর চেষ্ঠা করছি। আশাকরি আগামীতে এই ধরনের কর্মসূচিতে আমরা আরও অনেক সদস্যদের সম্পৃক্ত করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।