বাগেরহাট: বাগেরহাটে করোনায় কর্মহীন ও লকডাউনের মধ্যে আর্থিক সংকটে থাকা বাগেরহাটের নিম্ন আয় ও বিশেষ শ্রেণীপেশার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাগেরহাট শহর, মুনিগঞ্জ ও হাড়িখালিসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও মো. মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, করোনাকালীন মানুষ এক ধরনের সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। লকডাউনের ফলে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও বিশেষ পেশার মানুষরা। তাই এসব মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ মান্য করতে খাদ্যসামগ্র্রী বিতরণ করা হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আরএ