ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিধিনিষেধ না মানায় প্রথম পাঁচ দিনে ২৬১ মামলা, জরিমানা দেড় লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০২১
বিধিনিষেধ না মানায় প্রথম পাঁচ দিনে ২৬১ মামলা, জরিমানা দেড় লাখ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাট: করোনা সংক্রমণ রোধে বাগেরহাটে চলছে ‘লকডাউন’। ‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশি তৎপরতার সঙ্গে সঙ্গে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৪ জুন) থেকে সোমবার (২৮ জুন) রাত পর্যন্ত পাঁচ দিনে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধি নিষেধ লঙ্ঘন করায় প্রায় তিনশ মানুষকে ২৬১টি মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে এক লাখ ৪৮ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।  

এর মধ্যে লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (২৪ জুন) ৪৯টি মামলায় ২৪ হাজার একশ টাকা, শুক্রবার ৫১টি মামলায় ৪১ হাজার একশ টাকা, শনিবার ৬৩টি মামলায় ৩১ হাজার ৬৫০ টাকা, রোববার ৫৪ মামলায় ২৫ হাজার ৪৫০ টাকা এবং সোমবার ৪৪ মামলায় ২৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধ করতে মানুষকে ঘরে রাখতে আমরা শুরু থেকে নানা কার্যক্রম পরিচালনা করেছি। সর্বশেষ কিছুদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আমরা এক সপ্তাহের লকডাউন ঘোষণা করি। লকডাউন ঘোষণার পরেও কিছু মানুষ অকারণে ঘর থেকে বাইরে আসছে। এসব মানুষের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গেল পাঁচ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিনশ মানুষকে জরিমানার আওতায় আনা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ ৪৮ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বাগেরহাটে ২৪ জুন থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। যা ৩০ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।