ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাজার বসবে খোলা স্থানে, খাওয়া যাবে না রেস্টুরেন্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২১
বাজার বসবে খোলা স্থানে, খাওয়া যাবে না রেস্টুরেন্টে

ঢাকা: করোনা সংক্রমণ রোধে এক সপ্তাহের সরকারি ‘বিধিনিষেধের’ মধ্যে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা উন্মুক্ত স্থানে চলবে। আর রেস্টুরেন্টে শুধু খাবার বিক্রি করা যাবে, বসে খাওয়া যাবে না।

 

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এমন ‘বিধিনিষেধ’ দিয়ে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

এতে বলা হয়, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।  

খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।