ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
কুরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে: প্রধানমন্ত্রী

ঢাকা: কুরআন শরিফে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে সংসদের এই অধিবেশনেই বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকায় সমালোচনা করেছিলেন। কুরআনে ধর্মনিরপেক্ষতার কথা নেই বলে তিনি দাবি করেছিলেন। সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা সাংষর্ষিক বলেও তিনি মন্তব্য করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রসঙ্গটি তুলে ধরে বলেন, ‘কুরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ভুল ব্যাখা দিলে হবে না। কুরআনে বলা আছে ‘লা কুম দি নুকুম মলিয়েদিন’- যার যার ধর্ম সেই সেই পালন করবে। আমাদের নবীও সব ধর্মের সমান অধিকারের কথা বলেছেন। যতই বলুন আর যেভাবেই তিনি (হারুন) ব্যাখা দেন। নিজের ধর্ম পালন করবে, অন্যের ধর্মের প্রতি সম্মান, সহনশীলতা থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।