সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজগর আলী উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সঙ্গে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগে ছিল। করোনা শনাক্ত হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এনটি