ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির শনিরআখড়ায় ব্যাটারী চার্জ দেওয়ার সময় বিদ্যুৎম্পৃষ্টে জালাল মিয়া (৩৫) নামের এক অটোরিক্সার চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩জুলাই) রাত ৮টার দিকে শনিরআখড়া গোবিন্দপুর এলাকার রিকশার গ্যারেজে ঘটনাটি ঘটে।
মৃত জালাল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার জউতা গ্রামের রজাউল মিয়ার ছেলে। বর্তমানে শনিরআখড়া গোবিন্দপুরেই পরিবার নিয়ে থাকতেন।
নিহতের শ্যালক আইয়ুব আলী জানায়, জালাল ব্যাটারি চালিত অটোরিকশা চালাইতো। আজকেও রিকশা নিয়ে বের হইছিল। গোবিন্দপুরে বাসার পাশেই রিকশা গ্যারেজ। রিকশা চালিয়ে শেষ করে রাতে গ্যারেজে আসে। গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায় জালাল। গার্মেন্টস কর্মী স্ত্রী নার্গিস আক্তার দুই সন্তান নিয়ে জালালের সঙ্গে গোবিন্দপুরেই থাকতেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এজেডএস/এসআইএস