বগুড়া: বগুড়ায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দর্জি ও সেলুন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন কার্যালয় প্রঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার ২০০ জন দর্জি শ্রমিক ও ১০০ জন সেলুন শ্রমিককে এই সহায়তা দেওয়া হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ ও ১টি মিনি সাবান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান। বিতরণ কর্মসূচির দায়িত্বে ছিলেন বগুড়া জেলা প্রশাসনের এনডিসি জিএম রাশেদুল ইসলামসহ অন্যান্য সহকারী কমিশনাররা।
বাংলাদেশ সময়: ১৭৩৫, জুলাই ০৫, ২০২১
কেইউএ/কেএআর