ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিল জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
বগুড়ায় ৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিল জেলা প্রশাসন বগুড়ায় ৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিল জেলা প্রশাসন।

বগুড়া: বগুড়ায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দর্জি ও সেলুন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (০৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন কার্যালয় প্রঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার ২০০ জন দর্জি শ্রমিক ও ১০০ জন সেলুন শ্রমিককে এই সহায়তা দেওয়া হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ ও ১টি মিনি সাবান।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান। বিতরণ কর্মসূচির দায়িত্বে ছিলেন বগুড়া জেলা প্রশাসনের এনডিসি জিএম রাশেদুল ইসলামসহ অন্যান্য সহকারী কমিশনাররা।

বাংলাদেশ সময়: ১৭৩৫, জুলাই ০৫, ২০২১
কেইউএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।