পঞ্চগড়: 'একবেলা খেয়ে দিন পার করছিলাম বাবা। ' ভ্যানচালক ছেলে লকডাউনে বাড়ি থেকে বের হোবা না পারায় টাকার অভাবে বাজার করুবা পারু নি।
মঙ্গলবার (৬ জুলাই) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে কালের কণ্ঠ শুভসংঘের তত্ত্বাবধানে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী (ত্রাণ) পেয়ে অশ্রুচোখে খুশিতে কথাগুলো বলছিলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান হাসুনুর রশিদ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ'র সহ-সম্পাদক আতাউর রহমান কাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, বাংলানিউজের জেলা প্রতিনিধি সোহাগ হায়দার, পঞ্চগড়ের জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবনসহ শুভসংঘ পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজীব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
আরএ